1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নাঃ গঞ্জ মহানগর গার্মেন্টস শ্রমিকদলের ১১সদস্যের আহ্বায়ক কমিটি বন্দরে ক্রাউন সিমেন্টের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত-১ ঘোড়াঘাটে ১৯২৫হেক্টর জমিতে ভুট্টা চাষ উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেঃটন কাশীপুর খিল মার্কেটে অল্প বৃষ্টিতেই কৃত্রিম বন্যা-দেখার কেউ নেই ঘোড়াঘাটে ১৯২৫হেক্টর জমিতে ভুট্টা চাষ উৎপাদন লক্ষ্যমাত্রা ২৩ হাজার মেঃটন একাংশের বয়কটের আহ্বান’ শুক্রবার হেফাজতের সমাবেশ! শীতলক্ষ্যা নদী রক্ষায় প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে নদী ভাবনা কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগ গোদনাইলে অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘুষ ও নানা অভিযোগে বিতর্কিত আড়াইহাজার থানার ওসি বদলি

একাংশের বয়কটের আহ্বান’ শুক্রবার হেফাজতের সমাবেশ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
একাংশের আপত্তি ও বয়কটের আহ্বানের পরও নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের গণজমায়েতের আয়োজন বহাল রয়েছে৷ শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল তিনটায় চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে৷

নারী কমিশন ও তাদের প্রস্তাব বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, আওয়ামী লীগ আমলের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে৷

এতে প্রধান অতিথি করা হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুুল আউয়ালকে৷ বিশেষ অতিথি থাকবেন সিনিয়র যুুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব এবং প্রধান আলোচক থাকবেন যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক৷

গত বছরের ৪ অক্টোবর শহরের বাগে জান্নাত মসজিদে এক প্রতিনিধি সম্মেলনে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেন জুনায়েদ আল হাবিব৷

হেফজত ইসলামের জেলা কমিটিতে মুফতি মনির হোসাই কাসেমীকে সভাপতি ও এবিএম সিরাজুল মামুনকে সাধারণ সম্পাদক এবং মহানগর কমিটিতে মুফতি হারুনুর রশিদকে সভাপতি ও মাওলানা মীর আহমাদুল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়৷ এ কমিটির ঘোষণার পরদিন সিরাজুল মামুন নিজের পদ ও নতুন কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা করেন৷ পরে ওই মাসের ১৬ তারিখ সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের উপস্থিতিতে ঢাকায় এক সভায় নারায়ণগঞ্জে হেফাজতের সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়৷

এদিকে, বিতর্কিত কমিটির আয়োজনে নারায়ণগঞ্জে সমাবেশ ঘোষণা করলে আপত্তি জানায় হেফাজতের একাংশ৷ তারা বুধবার এ সমাবেশ বয়কটেরও আহ্বান জানান৷

এ পরিস্থিতিতে সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিআইটি মসজিদে এক বৈঠকে বসেন হেফাজতের নেতারা৷ এ সময় কেন্দ্রীয় নায়েবে আমীর মাহফুজুল হক, আব্দুল আউয়ালসহ উভয়পক্ষের লোকজন উপস্থিত ছিলেন৷ সন্ধ্যায় ছয়টা থেকে অন্তত দুই ঘন্টার এ বৈঠকে উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলেও বৈঠকে উপস্থিত নেতাদের সূত্রে জানা গেছে৷

তবে, একাংশের আপত্তি থাকা সত্ত্বেও শুক্রবারের সমাবেশ বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি৷ যদিও এ সমাবেশের বিরোধী-অংশটি সমাবেশ বয়কটের সিদ্ধান্তে অটল৷

মুঠোফোনে হেফাজতে ইসলামের জেলা কমিটির সহসভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “মুরুব্বিরা আজকে বসছিলেন৷ তারা আলোচনা করেছেন৷ শুক্রবার সমাবেশ হচ্ছে৷ যারা বিরোধীতা করেছেন তারা ব্যক্তিস্বার্থে কাজ করছেন৷ সংগঠনেরর সব কথা তো বলতে পারতেছি না৷ কোনো ব্ল্যাকমেইলে কাজ হবে না, প্রোগ্রাম হবে৷”

তবে, সমাবেশকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই বলে জানান হেফাজতের এ নেতা৷

গত আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব হেফাজতে ইসলামের উপরও পড়ে৷ ধর্মভিত্তিক এ সংগঠনটির বড় একটি অংশের নেতারা হেফাজতের কয়েকজন নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ ও ওসমানঘেঁষা দাবি করে কথা বলতে শুরু করেন৷ ওসমান পরিবারঘেঁষা নেতাদের তালিকায় মাওলানা ফেরদাউসুর রহমানও আছেন৷ তিনি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অতিঘনিষ্ঠ বলে পরিচিত৷ আওয়ামী লীগঘেঁষা নেতাদের বিরোধীতা থেকেই হেফাজতে বিভক্তি দেখা দেয়৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট