যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনায়েত হোসেনের জিডি করার জন্য অর্থ নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে এক ব্যক্তি ওসিকে জিডি করতে আবেদনের সাথে টাকা দেয়ার পর ওসিকে বলতে শোনা যায়, কম টাকা দিলে ইজ্জত থাকে? এই কথা বলে তিনি দরখাস্তসহ টাকাটি তার ড্রয়ারে রেখে দেন।
ভিডিওতে দেখা যায় তার সামনের ২ চেয়ারে ২ জন লোক বসা ছিলেন। দুইজন লোকের সামনেই দরখাস্তের সাথে টাকাটি দেন তিনি।
শুক্রবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে এটি কবের ভিডিও নিশ্চিত হওয়া যায়নি। জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওতে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সাথে ওসির কথোপকথনের ঐ ভিডিও কেউ একজন ধারণ করেন। কোন একটি বিষয়ে জিডি করতে এসময় বেলায়েত ও ওসি এনায়েতের ঐ কথা হয়।
এসময় কাগজপত্রের ফাইলে টাকাসহ দিলে ওসি সেটি দেখিয়ে বলতে থাকেন এত কম টাকা দিলে ইজ্জত থাকে? এই বিষয়ে বেলায়েত হোসেন বলেন, ঘটনাটি আমার মনে নাই। শুক্রবার ভিডিওটি ভাইরাল হওয়ার পর গোটা উপজেলায় সমালোনার ঝড় বইতে শুরু করছে। তাছাড়া ওসির বিরুদ্ধে নীরহ মানুষদের হয়রানীসহ নানা অভিযোগ রয়েছে। জনগণ রাত জেগে পাহারা দিয়েও ডাকাতির আক্রমন থেকে রক্ষা পাচ্ছে না। প্রায় প্রতিদিনই ডাকাতি হচ্ছে। এই নিয়ে ওসির বিরুদ্ধে জনগণ অতিষ্ট হয়ে গিয়েছিল।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনকে ফোন দিলে আমি পরে কথা বলছি বলে ফোন কেটে দেন।