1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

শিক্ষার্থীদের নারী-শিশু নির্যাতন ও ধর্ষণবিরোধী মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ,:
সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবাদী মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে ধর্ষণ ও নিপীড়নবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন তারা। পরে সাড়ে বারোটার দিকে বঙ্গবন্ধু সড়কে মিছিল বের করেন।

এ সময় তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা বিচার কর’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘লড়াই করে জিততে চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা ছাড়াও ধর্ষণবিরোধী এ অবস্থানে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষও অংশ নেন।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “আন্তর্জাতিক নারী দিবসে আমরা ধর্ষণের শিকার আছিয়াকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে দেখেছি। আমরা কী পরিমাণ অনিরাপদ ও অসহিষ্ণু রাষ্ট্রব্যবস্থার মধ্যে আছি, তা আছিয়াকে দেখলেই বোঝা যায়। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও বিচারহীনতার যে সংস্কৃতি বিদ্যমান রয়েছে, তা ভেঙে নতুন বিচারিক কাঠামো তৈরি করতে হবে। আছিয়া, তনু, মুনিয়ার জন্য নিরাপদ ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে না পারলে গণঅভ্যুত্থানের যাত্রা থেকে বিফলে যাবো।”

দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি ভেঙে নতুন বিচারিক কাঠামো গড়ার দাবি জানান ছাত্রনেতারা।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহ-সভাপতি সাইদুর রহমান, অর্থ সম্পাদক শাহিন মৃধা, নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নুর, তোলারাম কলেজের মুন্নি আক্তার প্রত্যাশাসহ প্রমুখ।

এদিকে, বেলা বারোটার দিকে চাষাঢ়ায় বিজয়স্তম্ভের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। তারা পরে শহীদ মিনারে সারাদেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান, সদস্য সচিব মো. জাবেদ আলম, মহানগর কমিটির আহ্বায়ক মাহফুজ খান, সদস্য সচিব হৃদয় ভূঁইয়া, জেলা কমিটির মুখপাত্র সারফারাজ হক সজীব, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ সাব্বীর আহমাদ, ছাত্র মজলিসের মহানগরের সভাপতি শাহ নেওয়াজসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতারাও অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট