1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের মিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে শহরের খানপুরে হাসপাতাল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সমাপ্ত হয়। সমাবেশে বক্তারা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করেন এবং অভিযোগ করেন যে, তাকে রাজনৈতিক উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে কারাগারে বন্দি রাখা হয়েছে।

সমাবেশের প্রধান অতিথি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জের সাবেক আমির মাওলানা মঈন উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন অবস্থানের কারণে বিগত ফ্যাসিস্ট সরকার জামায়াতের ওপর দমন-পীড়ন চালিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে আমাদের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লাসহ অনেককে প্রহসনের বিচারের মাধ্যমে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে বৈষম্য দূর করা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এটিএম আজহারুল ইসলামের মুক্তি প্রয়োজন। আমাদের আন্দোলন চলবে, যতদিন না তিনি মুক্তি পান।

বিশেষ অতিথি, জেলা আমির মমিনুল হক সরকার বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের নেতা এটিএম আজহার ভাই কে মুক্তি না দেওয়া হয়, তাহলে দুর্বার আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে বাধ্য হবো ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে মহানগর আমির মাওলানা আবদুল জব্বার বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে বহাল তবিয়তে আছে, তাই আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি। দ্রুত তাদের উৎখাত করতে হবে এবং জামায়াতের দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা আসবে।

সমাবেশে মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন সঞ্চালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান, মহানগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগর ও জেলা কর্মপরিষদের সদস্য, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট