1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীয়দের বাঁচাতে আওয়ামী দোসর হাতেমের নয়া কৌশল! ডেভিল হান্ট অভিযান: মহানগর আওয়ামীলীগ নেতা রবিউল গ্রেপ্তার বন্দরে স্বামীকে পুড়িয়ে হত্যার চেষ্টায় স্বামী আটক ফতুল্লায় আওয়ামীলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার টাকা–টিকিট–পিছু হটা : নারায়ণগঞ্জ-৫ এ বিএনপির প্রার্থী বিপর্যয় আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা আড়াইহাজারে ৮ দাবিতে কৃষি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন র্যাব-১১ এর অভিযান: হাদির উপর ব্যবহৃত পিস্তলসহ গ্রেফতার ১ নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত-স্বরাষ্ট্র উপদেষ্টা আড়াইহাজারে ডাকাত-পুলিশ সংঘর্ষ, আহত ২

আতশবাজি থেকে ফতুল্লায় পলি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকায় একটি পলি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার লালপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয়দের মতে, ফতুল্লার পঞ্চবটি এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কের চায়না প্রকল্পের অভ্যন্তরে একটি জন্মদিনের অনুষ্ঠানে প্রচুর পরিমাণ আতশবাজি ফুটানো হয়। সেখান থেকে ছিটকে আসা আগুন লালপুরের পলি কারখানায় গিয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও ফতুল্লা স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আগুনে কারখানায় মজুত বিপুল পরিমাণ পলি, কার্টন ও কাঁচামাল পুড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, রাত ১টা ১৭ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান এবং দ্রুত ছয়টি ইউনিট পাঠানো হয়। আশপাশে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হলেও সম্মিলিত প্রচেষ্টায় তারা আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সঠিক কারণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতশবাজি থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট