1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

না.গঞ্জ থেকে অপহৃত শিশু রংপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত শিশুকে রংপুরের বদরগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের সদস্যরা।

রোববার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পিবিআই এর পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

এর আগে গত শনিবার রংপুরের বদরগঞ্জ থানার বিচারপতির মোড় এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করে পিবিআই। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. সোহেল রানা(২৪), জুয়েল (২৭), জোহরা(৪৪), রাজা (৪৯)।

এর আগে গত ৬ অক্টোবর রোববার স্কুল থেকে বাসায় ফেরার পথে পঞ্চবটি মোড় এলাকা থেকে শিশুটিকে অপহরণ করে আসামিরা।

এ ঘটনায় আদালতে মামলা করেন তার বাবা। পরবর্তীতে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন।
তদন্তকালে জানা যায় যে, এজাহারনামীয় ১ নং আসামি ও তার সহযোগী আসামিরা শিশুটিকে অপহরণ করে প্রথমে ঢাকার গাবতলী এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে বাসে করে গাইবান্ধা জেলায় আসামি সোহেল রানার আত্মীয়ের বাড়ি নিয়ে যায়। সেখানে সোহেল রানা ভিকটিমকে জোরপূর্বক একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে শিশুটিকে সার্বক্ষণিক গৃহবন্দি করে রাখে।

পরবর্তীতে পিবিআইয়ের একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট