1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে, তিনজনের মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে পৃথক ঘটনায় দুই যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্ত শুরু বক্তাবলীতে ফেরি দূর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত চাষাঢ়ায় হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত অপারেশন ডেভিল হান্ট: জেলায় ৬ থানা থেকে গ্রেপ্তার ১৬ আইবিডব্লিউএফ’র সভা: চাঁদাবাজদের বয়কটের আহ্বান পুলিশের সঙ্গে ছবি তুলে অপপ্রচার ঠেকাতে সতর্ক ফতুল্লা পুলিশ নারায়ণগঞ্জ-৫: ত্যাগীর হাতে বিএনপির ঝান্ডা আঁস্তাকুড়ে নিক্ষেপ মাসুদ! গিরগিটির রাজনীতি : মাসুদুজ্জামানের আসল খেলা কী ?

প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জসহ সারাদেশে ছিনতাই, ধর্ষণ এবং হত্যার ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টায় ভোলাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ভোলাইল আঞ্চলিক শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে চুরি, ছিনতাই, ধর্ষণ ও হত্যাকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা প্রশাসনের নিষ্ক্রিয়তার জন্য আরও মারাত্মক হয়ে উঠছে। তারা দাবি করেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন তৈরি হয়েছিল, তা এই ঘটনাগুলো এবং প্রশাসনের ব্যর্থতার মাধ্যমে ক্ষুণ্ণ হচ্ছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ভোলাইল আঞ্চলিক শাখার আহ্বায়ক ছাত্রনেতা মাহাদী হাসান এবং সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক। উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাইদুর রহমান, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব আবিদ রহমান এবং ভোলাইল আঞ্চলিক শাখার যুগ্ম আহ্বায়ক স্বপ্নীল শোভন। আরও বক্তব্য রাখেন জেলার সহ-সভাপতি সৌরভ সেন এবং ফতুল্লা মহানগর শাখার নেতাকর্মীরা।

সাইদুর রহমান বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ পেয়েছি। তবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে যেখানে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন ছিল, সেখানে আমরা দেখছি গা-ছাড়া ভাব। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ এবং খুনের মতো ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, তারা যেন দ্রুত কার্যকর ভূমিকা নেয়, না হলে ছাত্র-জনতা দুর্বার আন্দোলনে নামতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে কিশোর গ্যাং-এর উৎপাত বাড়ছে। পুলিশ প্রশাসনের কাছে আমরা আশার পরিবর্তে হতাশাজনক প্রতিক্রিয়া পেয়েছি। কিশোর গ্যাং দমনে প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।”

মানববন্ধনের সভাপতির বক্তব্যে মাহাদী হাসান বলেন, “নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হলেও প্রশাসনের কার্যকর ভূমিকা নেই। আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাই। নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পরিসংখ্যানই প্রমাণ করে যে প্রশাসন পুরোপুরি নিষ্ক্রিয়। প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তবে জনগণের আস্থা পুরোপুরি হারাবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট