1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৩ শতাধিক শীতার্তদের মুখে হাসি ফোটালো না.গঞ্জ ঐক্য পরিষদ আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫ রূপগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ছয়জন গ্রেফতার এবারের নির্বাচন প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ করবে-অতিরিক্ত সচিব দেওভোগ এলাকায় বাংলাদেশ সনাতন পার্টির পক্ষে শীতবস্ত্র বিতরন সোনারগাঁয়ে ট্রাকের পিছনে পুলিশের গাড়ি ধাক্কা, দারোগাসহ আহত ৩ আমাকে আপনাদের গোলাম হিসেবে দেখবেন-কালাম চব্বিশের গণঅভ্যুত্থানের পর বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে-রফিউর রাব্বি নারায়ণগঞ্জ-৪: এমপি প্রার্থী সিরাজীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ধানের শীষের আরেক শাঁস তার নাম খেজুর গাছ: মনির কাসেমী

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ১৬ প্রার্থীর নির্বাচন সম্পন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি সহ ১১ সদস্যের কমিটিতে ভোটের লড়াইয়ে মুখোমুখি হয়েছেন ১৬ জন প্রার্থী।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এই বার নির্বাচনে অংশগ্রহণকারী মোট ভোটার সংখ্যা ২২৬০ জন। এর মধ্যে পুরুষ ১৫১২ ও নারী ৭৪৮ জন।

সভাপতি পদে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জ ক্লাবের তিনবারের সভাপতি এম সোলায়মান। তিনি পেয়েছেন ৯১৮ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রশিদ জুয়েল পেয়েছেন ৬৭১ টি ভোট।

সিনিয়র সহ সভাপতি পদে জয়ী হয়েছেন মারুফ আহমেদ বাবু। তিনি পেয়েছেন ৯৫০ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইকবাল হাবিব পেয়েছেন ৬৪২টি ভোট।

সেই সাথে মো. সাইদুল্লাহ হৃদয় সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৩৮ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী খাজা এবাদুল হক টিপু পেয়েছেন ৩২১টি ভোট, আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা পেয়েছেন ৫১৩ টি ভোট।

পরিচালক হিসেবে জয়ী হয়েছেন, দিলারা মাসুদ ময়না, হারুন অর রশিদ, মো. জাহিদ হোসেন, খান আব্দুল কাদির মাহবুব, কাজী আব্দুস সাত্তার, কৌশিক সাহা, সেলিম রেজা শ্রীজয়, মো. তাজিউদ্দিন আহমেদ।

নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে ছিলেন আনিসুল ইসলাম সানি। এছাড়াও কমিশনে ছিলেন সাইফুল আলম, কুতুবউদ্দীন আহমেদ, এড. মো. রাকিবুল হাসান শিমুল, মোহাম্মদ হোসেন মিঠু। নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান ছিলেন এড. মো. জাকির হোসেন এবং সদস্য মো. নবী হোসেন, খন্দকার মাহাবুব হোসেন (বাবু)।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট