1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

সোনারগাঁয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে মো. আলতাব হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতারকৃত আলতাব হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পুনভাইর আখপাড়া এলাকার মৃত আব্দুর রহিম মিয়ার পুত্র।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপপরিদর্শক ইকবাল আহমেদ দিপু সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত বারোটার দিকে সোনারগাঁও থানার কাঁচপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সামী এন্টারপ্রাইজ নামের কাউন্টারের সামনে অভিযান চালান। এ সময় আলতাব হোসেনকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে বৃহস্পতিবার সোনারগাঁও থানায় একটি মাদক মামলা দায়ের করেছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট