1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছোট কোরবানপুর এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে শাহজাহান (২৭) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. ইমরান হোসেন ওরফে ইমরান (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়।

গত ২৮ নভেম্বর সন্ধ্যায় ছোট কোরবানপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মাদক ব্যবসায়ী ইমরান ও তার সহযোগী বিজয়সহ ৬-৭ জন সন্ত্রাসী শাহজাহানকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার প্রাইম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই গত সোমবার রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী বলেন, পুলিশের অভিযানে প্রধান আসামি ইমরানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট