1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমা‌ন্তে তেমন উত্তেজনা নেই। সীমান্ত অন্যান্য সম‌য়ের মতো একই অবস্থায় চল‌ছে। ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোনো মিডিয়ায় কোনো দেশ নিয়ে এত নোংরা অপপ্রচার চালায় না। এই অপপ্রচার আপনার রুখে দিতে পারেন। সত্য প্রচার করে এসব মিথ্যার প্রতিবাদ জানান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।

স্বরাষ্ট উপদেষ্টা আরও বলেন, ১৯৮৫ সালে প্রথম এ দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকের সংখ্যা ৫৪ হাজার ৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬২ হাজারের উন্নীত করার হবে। সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকেরা সর্বদা তৎপর থা‌কে।

ফায়ার সার্ভিস সব সময় বন্ধুর মতো মানুষের সেবা করে আসছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্যা, ভূমিকম্প মোকাবিলা করা সরকারের একা সম্ভব না। এসব ক্ষেত্রে ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরি দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিস সব সময় প্রস্তুত আছে।

এসময় অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন ফায়ার সার্ভিসের মহা-পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামালসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট