1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

আড়াইহাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১০

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় শনিবার উপজেলার ডহর মারুয়াদীর এলাকার হোসেন মিয়া ও দীন ইসলাম নামে দুইজনকে পুলিশ আটক করে। এর আগে শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী এলাকায় জুয়া খেলার আসর বসানোর চাঁদার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ভ‚ইয়া ও স্থানীয় বিএনপি কর্মী মুরাদ খানের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডহর মারুয়াদী এলাকায় এমদাদের পরিত্যক্ত বাড়িতে নিয়মিত জুয়ার আসর জমাতো। এই আসর থেকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা চাঁদা আদায় করে আসছিলো। ৫ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এলাকার দৃশ্যপট পাল্টে গেলেও জুয়ার আসর বন্ধ হয়নি। এ আসর থেকে চাঁদার টাকা তোলাকে কেন্দ্র করে শাহীন ভ‚ইয়া ও মুরাদ খানের অনুসারীদের মধ্যে বেশ কয়েক বাক বিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গত শুক্রবার রাতে এনিয়ে উভয় পক্ষের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়লে মুরাদের লোকজন শাহীনের বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। পরে শাহীনের লোকজন দেশীয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে পাল্টা ধাওয়া দিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে রাকিব ভ‚ইয়া (২৫), ছানাউল্লাহ ভ‚ইয়া (৩১), ইয়াছমিন আক্তার (১৯), রাকিব মিয়া (২০), হোসেন মিয়া (৩৫) সহ অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে রাকিব ভূঁইয়ার বাম হাতের আঙ্গুল এবং পেটের বাম পাশের অংশ গুরুতর জখম হয়। রাকিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়ে আশঙ্কাজনক অবস্থার কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বাকিদের হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ফোর্স প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মাসুদা বেগম বাদী হয়ে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ভ‚ইয়াসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০/১২ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে এ ঘটনায় দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও এর আশপাশে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট