1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

নানা আয়োজনে পালিত হলো কুমারী পূজা, ছিলো ভক্তদের ঢল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। প্রদ্বীপ জ্বেলে, শংখ বাজিয়ে উলুধ্বণি দিয়ে আট বছর বয়সী একটি শিশুকে দেবীর আসনে বসিয়ে তারচরণে প্রণাম করে এ পূজো করা হয়।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় চাষাঢ়ার শ্রী রাম কৃষ্ণ মিশন আশ্রমে এ কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এসময় হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার পূণ্যার্থী অংশগ্রহন করেন। পূণ্যার্থীরা করজোরে দেবীর কাছে শান্তি কামনা করে মন্ত্র পাঠ করেন।

এবার কুমারী দেবীরূপে মন্ডপে অধিষ্ঠিত হয় নগরীর বংশাল রোড এলাকার নারায়ণগঞ্জ হাই স্কুলের শিশু শ্রেনীর ছাত্রী সুনন্দা চক্রবর্তী। তার বাবা সঞ্জয় চক্রবর্তী পেশায় চাকরীজীবী, মা দিপান্বিতা চক্রবর্তী গৃহিনী।

সনাতন শাস্ত্র মতে, প্রতিটি মেয়ের মাঝে মা বিরাজমান। সেটা জেনে কুমারী পূজা করা হয়। অতিতে এটার অনেক প্রচলন ছিলো। বর্তমানে অনেক কম পালন করা হয়। বাচ্চাদের মাঝখান থেকেই ভগমানের আর্ভিবুত হয়। তাই বাচ্চাদের মন নিস্পাপ বলে বাচ্চদের পূজা করা হয়। দর্শনার্থীরা জানান পূজায় এসে নিজের পাশাপাশি দেশ ও জাতির জন্য মঙ্গল প্রার্থনা করেন মা’য়ের কাছে।

এসময় আমলাপাড়া পূজা কমিটির সভাপতি প্রবির কুমার সাহা বলেন, রামকৃষ্ণ মিশনের ঐতিহাসিক কুমারী পূজা আজ অনুষ্ঠিত হয়েছে। এ পূজা হাজার হাজার লোক দেখতে এসেছে আপনারা জানেন আমাদের এই রামকৃষ্ণ মিশনে প্রথম কুমারী পূজা হয় ১৯০০ সনে বেলুড় মঠে। কুমারী পূজায় একজন শুদ্ধাত্তা কুমারী বা কিশোরীকে মাতৃরূপে পূজা দেওয়া হয়। সেই থেকে এই কুমারী পূজার প্রচলন শুরু হয়। দুর্গাপূজা উপলক্ষে সরকারের প্রশাসনের নিরাপত্তা বিষয় সহ যেরকম ব্যবস্থা করা হয়েছে আমরা সবাই খুবই আনন্দিত। আমরা চাই আগামীতেও এভাবেই উৎসবগুলো আমরা যেন সবাই মিলেমিশে পালন করতে পারি।

প্রসঙ্গত, এ বছর নারায়ণগঞ্জ জেলায় ২১৪ টি মন্ডপে সারদীয় দূর্গা পুজা পালিত হচ্ছে। সকলে নির্বিঘ্নে আনন্দ উৎসবে দূর্গা পুজা পালন করতে সার্বিক ভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট