1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

আড়াইহাজারে শটগানসহ ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় একটি শটগানসহ ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিল্ডিংয়ের পেছনে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করা হয়েছে। থানা থেকে লুট হওয়া একটি শর্টগান, ১৯ রাউন্ড শটর্গানের গুলি ও একটি টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৫ আগস্ট আড়াইহাজার থানায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ লুটপাট চালানো হয়। এসময় থানা থেকে অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট