1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

রূপগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরে এলাকায় শিক্ষক বিল্লাল মাস্টারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল ও স্বর্ণালঙ্কার সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতের দল। এসময় বাধা দিলে নারীসহ ৩ জনকে পিটিয়ে তারা গুরুতর আহত করে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে পূর্বাচল উপ-শহরের ৮নম্বর সেক্টর গোবিন্দপুর এলাকায় ঘটে এ ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির মালিক শিক্ষক বিল্লাল হোসেন জানান, গত মঙ্গলবার মধ্যরাতে ২০/২৫ জনের একদল ডাকাত তার বাড়ি সীমানা প্রাচীর বেয়ে ভেতরে ঢুকে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাতে পায়ে বেঁধে ফেলে। এসময় ঘরের আলমারিতে থাকা নগদ টাকা, স্বর্নালঙ্কার, ল্যাপটপ, মোবাইলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বাধা দিলে মাহমুদা আক্তার, মোবাসিরা মুন্নী, সিয়াম ভূঁইয়াকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জুবায়ের হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট