1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

নিউইয়র্ক থেকে মামলার আসামি মীর ফয়সাল আলি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নিউইয়র্ক বসবাস করেও মামলার আসামি হয়েছেন মীর ফয়সাল আলী নামের এক ব্যাক্তি। তিনি ফতুল্লা বাজার এলাকার মৃত মীর মোজাম্মেল আলীর ছেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফতুল্লায় সাধারন ছাত্রদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এঘটনায় ফতুল্লা মডেল থানায় একাধিক মামলা দায়ের করা হয়। গত বৃহস্পতিবার রাতে পারভেজ হোসেন হত্যাকান্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক এমপি শামীম ওসমানসহ ১৮০ জনের বিরুদ্ধে নিহতের বাবা সোহরাব হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় নিউইয়র্ক প্রবাসী মীর ফয়সাল আলীকেও আসামি করা হয়। মীর ফয়সাল আলীর সাথে হোয়াটসআ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, চলতি বছরের ৪ জানুয়ারী থেকে আমি সহ আমার পুরো পরিবার নিউইয়র্কে অবস্থান করছি। নিউইয়র্কেই চাকরি করার মাধ্যমে আমি অদ্যবদি জীবিকা নির্বাহ করে আসছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আমি বাংলাদেশেই ছিলাম না। আমার পাসপোর্ট, ভিসা, বিমানের টিকেট পর্যালোচনা করলেই এর সত্যতা বেরিয়ে আসবে।

ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, বাদীর অভিযোগ অনুযায়ী মামলা এজাহারভুক্ত করা হয়েছে। কেউ যদি প্রবাসে কিংবা ওই ঘটনায় জড়িত না থাকে, তা খতিয়ে দেখে আইনি প্রক্রিয়ায় বাদ দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট