1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শহীদদের স্মরণে না.গঞ্জ সরকারী তোলারাম কলেজে স্মৃতিচারণ ও দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শহীদদের নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজের শহীদ শিক্ষার্থী এবং আহতদের স্মরণে স্মৃতিচারণ, আর্থিক সহায়তা ও দোয়ার আয়োজন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৯ আগস্ট) সকালে কলেজের পদ্মা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারী তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ৷

নিরব রায়হান ও সাইদুর রহমান’র উপস্থাপনায় এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- অমিত হাছান, মাহফুজ খান, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, মোঃ জাহিদ, সাইফুল সহ অন্যান্য শিক্ষার্থীরা। আরও বক্তব্য রাখেন- সকল শিক্ষক ও বিভাগীয় প্রধানদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, শিক্ষা ক্যাডার অফিসার্স কাউন্সিলরের সম্পাদক মোহাম্মদ মইনুল আশরাফ।

অনুষ্ঠানের শুরুতেই সমবেত জাতীয় সংগীত পরিবেশনের পর শহীদদের প্রতি সম্মানে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুভ সূচনা হয়৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২৯ জুন হতে ৫ আগস্ট পর্যন্ত পুরো ঘটনা নিয়ে ইতিহাসমূলক কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভোদন হয়৷ যেটির রচয়িতা কবি নিরব রায়হান। তাঁর কন্ঠেই এটি পাঠ করা হয়৷

কলেজের পক্ষ থেকে তিন জন শহীদ পরিবারকে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়৷ পরিশেষে সকল শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার কামনায় সরকারী তোলারাম কলেজ জামে মসজিদের ইমাম আব্দুল মোমেন
মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট