1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

নারায়ণগঞ্জে ছাত্র-জনতার উপর পুলিশের হামলা, গুলিবিদ্ধ ৯

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে এক দফা দাবিতে আন্দোলনকারী ছাত্র-জনতার উপর হামলা করেছে পুলিশ। এ সময় তারা টিয়ারসেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়ে। রোববার দুপুরের এ হামলায় অন্তত নয়জন গুলিবিদ্ধ হয় বলে জানা গেছে।

এ সময় ভাঙচুর করা হয়েছে চাষাঢ়ায় রাইফেলস ক্লাব, পুলিশ বক্স, রাইফেলস ক্লাবের ভেতরে আগুন দেয়া হলেও তা ছড়ায়নি।

এদিকে, ফতুল্লার শিবুমার্কেট এলাকায় কয়েকটি পোশাক কারখানায় আগুন দেয়া হলে বিসিকসহ সকল কারখানা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে বলে জানান বিকেএমইেএ-র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

শ্রমিকদের একটি অংশ দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায়। কার্যালয়ের সামনে ডিসি থিম পার্কে আগুন দেয় তারা। পরে তারা কার্যালয়ের ভেতরে ঢুকে গেলে জেলা প্রশাসকসহ অন্য কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কাঁদুনে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। এছাড়া কার্যালয়ের সামনে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। এ ঘটনায় অন্তত অন্তত গুলিবিদ্ধ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সঙ্ঘর্ষের সময় অন্তত আটজন পুলিশের ছররা গুলির আঘাতে আহত হয়েছে। রোববার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চাষাঢ়ায় সড়কে নেমে আসে হাজারো শিক্ষার্থী।

পরে বিভিন্ন এলাকা থেকে শ্রমিক ও সাধারণ জনতাও এতে যোগ দেয়। শহর ও শহরতলীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল এখন সম্পূর্ণ বন্ধ। বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট