
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় দীন ইসলাম নামে এক যুবকের হাত বাধা, চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে পাইকপাড়ার কাদিরাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে সাভারের হেমায়েতপুর এলাকার আদম আলীর ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, একটি পরিত্যক্ত জায়গায় হাত বাধা,চোখ উপড়ানো লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবরদেয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে দুর্বৃত্তরা হত্যার করে। হত্যার রহস্য উন্মোচন ও হত্যাকারীদের সনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।