1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে আধিপত্যকে বিস্তার করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) উপজেলার তারাব বাজার এলাকায় দুইপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি-ককটেল বিস্ফোরণ ঘটে। এ সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছে। সেই সাথে বিভিন্ন ব্যবসায়ী দোকানপাট ও বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭-৮ রাউন্ড ফাকা গুলি ছোড়ে।

ঘটনাস্থল থেকে হৃদয় খাঁন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) রাত ১০টায় উপজেলার তারাব বাজার এলাকায় ঘটে এসব ঘটনা।

স্থানীয়রা জানান, তারাব পৌরসভার ৮নং ওয়ার্ডের তারাব বাজার এলাকাটি একটি শিল্প ও জনবহুল এলাকা। এখানে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত একাধিক কিশোর গ্যাং গ্রুপ জড়িত। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার বিকেলে দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। পরবর্তীতে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করতে ৭-৮ রাউন্ড ফাকা গুলি ছোড়ে।

এব্যাপারে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) দীপক চন্দ্র সাহা বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে ফাকা রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে হৃদয় খাঁন নামের একজনকে আটক করা হয়। কারা এঘটনায় জড়িত ছিল তদন্ত করে তা বের করা হবে। এছাড়াও কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সহ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট