1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

বক্তাবলীতে দুইপক্ষের মধ্যে ‘টেটাযুদ্ধ’, খানপুর হাসপাতালে ভর্তি ২ জন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ মে) বক্তাবলীতে দুপুর ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটনা বেশ কয়েকজন আহত হন। এতে টেটাযুদ্ধসহ প্রতিপক্ষের দিকে তাক করে শর্ট গানের গুলি ছোড়া হয় বলে জানায় পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বক্তাবলীতে রহিম হাজী ও সামেদ আলীর পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় বেশ কয়েকজন আহত হন। সংর্ঘষের সময় এলাকায় অস্থিরতা বিরাজ করে। পরবর্তীতে আহতদের মধ্যে কয়েক জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ২ জনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে (খানপুর হাসপাতালে) পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্তাবধায়ক মো. আবুল বাশার জানান, বিকেল ৪টায় দুই টেটাবিদ্ধ অবস্থায় জরুরী বিভাগে আনা হয়। তাদের পায়ে টেটা বিদ্ধ ছিল। আহতরা হলেন, চম্পা (২০) ও বিল্লাস (২৪)। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এব্যাপারে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আহসান উল্লাহ বলেন, বক্তবলীতে ৩ টার দিকে দুই পক্ষের মধ্যে টেটাযুদ্ধ হয়েছে। এসময় প্রতিপক্ষের দিকে তাক করে শর্ট গানের গুলিও ছোড়া হয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

ঘটনাস্থলে থাকা ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ রানা জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে এসে সন্দেহভাজন কাউকে পাওয়া যায় নি। কে বা কারা সংঘর্ষে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট