1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

না.গঞ্জে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও ইসরায়েলি দখলমুক্ত করার দাবিতে ফিলিস্তিনি জনতার সাথে সংহতি জানিয়ে (১৮ মে) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মিমি পূজা দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আক্তারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহবায়ক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, মহিলা ফোরামের সংগঠক মুন্নি সর্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিন দীর্ঘদিন ধরে ইজরায়েলি জায়নবাদের আগ্রাসী থাবায় বন্দি। গাজার মানুষ অবরুদ্ধ হয়ে আছে এই আগ্রাসনে। ফিলিস্তিন জাতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য চলছে গণহত্যা। গত সাত মাস ধরে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ৪২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে যার মধ্যে ১৫ হাজার শিশু। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে রক্ষা পাচ্ছে না আশ্রয়কেন্দ্র, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। দেখা দিয়েছে তীব্র খাবার, ওষুধ ও পানি সংকট।

নেতৃবৃন্দ আরও বলেন, গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বব্যাপী স্বাধীনতা ও মুক্তিকামী মানুষ যখন আন্দোলন করছে তখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের উপর ধড়পাকড় ও হামলা করা হচ্ছে।

মানববন্ধনের মাধ্যমে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফিলিস্তিনের ওপর হওয়া এই অন্যায় ও নীপিড়নের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আন্দোলনরত শিক্ষার্থীর উপর দমন পীড়ন বন্ধ করা সহ অবিলম্বে এই যুদ্ধকে বন্ধের ডাক দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট