1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো দিনাজপুর এসএসসি ৯৪ ব্যাচের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মিলনমেলা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধঃ বন্ধু মানে সময়গুলো হাতের মুঠোয় রাখা, বন্ধু মানে বসে বসে কত স্বপ্ন আঁকা” এই প্রতিপাদ্য ও অতীত স্মৃতিকে বুকে ধারন করে এক উৎসবমুখর ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো দিনাজপুর এসএসসি ৯৪ ব্রাচের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মিলন মেলা। ইতিমধ্যে অনেকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে বা চিরবিদায় নিয়েছে।কালের বিবর্তনে ক্ষণস্থায়ী এই জীবন ও পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে এটাই স্বাভাবিক । তবে স্মৃতির পাতায় রয়ে যাবে এই দিনটি এবং বিশেষ মুহূর্তগুলি। স্বল্প পরিসর এই জীবনের অতীত এবং বর্তমানের এই মুহুর্তগুলি স্মরণীয় ও স্মৃতির পাতায় ধরে রাখতে দিনাজপুর এসএসসি ৯৪ব্যাচের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গেট টুগেদারের এই আয়োজন।
শুক্রবার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের ব্রাক ট্রেনিং সেন্টার সংলগ্ন দি গ্রান্ড দাদুবাড়ী পার্ক এন্ড রিসোর্টে অসংখ্য বন্ধু বান্ধবী ও তাদের পরিবারবর্গের উপস্থিতিতে নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো দিনাজপুর এসএসসি ৯৪ ব্যাচের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গেট টুগেদার। সুদুর প্রবাস থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় অবস্থানরত অনেক বন্ধু বান্ধবী তারা তাদের পরিবারবর্গ নিয়ে এই মিলন মেলায় অংশগ্রহণ করে। অনেকে দীর্ঘদিন পর পুরোনো বন্ধু বান্ধবীদের পেয়ে আনন্দে আবেগে আপ্লুত হয়ে পরে অনেকে। ২০২৪সালে অনুষ্ঠিত দিনাজপুর এসএসসি ৯৪ ব্যাচের বন্ধু বান্ধবী ও তাদের পরিবারবর্গের এই মিলন মেলাকে স্মৃতির পাতায় স্মরণীয় করে রাখতে গ্রহণ করা হয় বিভিন্ন কর্মসূচি ।কর্মসূচিগুলোর মধ্যে ছিল ছোট্ট সোনামনি ,বন্ধু,বান্ধবীদের জন্য পৃথক পৃথক খেলার আয়োজন, ছোটদের নৃত্য,কবিতা আবৃত্তি,ব্যান্ডশো, একক ও যুগল সংগীতানুষ্ঠান এবং র‌্যাফেল ড্র। একক সংগীতানুষ্ঠান পরিবেশন করেন বিপাশা মোরছালিন, সুপ্তি প্রমুখ। উল্লেখ মিলন মেলাটি সুস্পন্ন করতে রনো দাসকে আহবায়ক ও রওনক ফেরদৌস বাঁধনেকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন নিবন্ধনে শ্যামা,সাঈদ আহম্মেদ, ফুড কমিটিতে ছিলেন আবু সাঈদ,শামীম শেখ,মুর্তজা, ওয়াহিদ রেজা চৌধুরী ইসতিয়াক ও,সাব্বির, খেলাধুলা কমিউনিটিতে ছিলেন সোহেল, রাশেদ, মিন্নাত, মলি, বিপাশা, আপ্যায়ন কমিটিতে ছিলেন বাঁধন, সুজন, মিউজিক কমিটিতে ছিলেন রনো দাস, শাখী, বিপাশা ও তানিয়া এবং পরিবহনে ছিলেন রুমু অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন রুমানা শাখী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট