1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

দিনাজপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”
-এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৯ ডিসেম্বর শনিবার জেলা প্রশাসন, দূর্নীতি দমন কমিশন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি দিনাজপুরের যৌথ আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৩ এর বেলুন-ফেস্টুন, পতাকা উত্তোলন ও মানববন্ধন কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহম্মেদ।
উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ সড়কে মানববন্ধনে অংশগ্রহন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, এডিসি (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নুর-এ-আলম, দূর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলার উপ-পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আইএফএম শহীদুল ইসলাম খানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। মানববন্ধন শেষে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নুর-এ-আলম। প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দূর্নীতি প্রতিরোধ কমিটি জেলা কার্যালয়ের সহ-সভাপতি হাবিবুল ইসলাম বাবুল, সনাকের সভাপতি জলিল আহম্মেদ, এমবিএসকে’র প্রতিনিধি আব্দুল হাকিম, শিক্ষার্থী আইরিন পারভীন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রভাষক হারুন-উর-রশিদ। প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহম্মেদ বলেন, শুধু আইন দিয়ে নয়- দেশপ্রেম সৃষ্টির মাধ্যমে সামাজিক আন্দোলনই পারে দূর্নীতি মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে। দূর্নীতি সব দেশেই আছে কিন্তু দূর্নীতির মাত্রা যখনই বেড়ে যায়, ঠিক তখনই সমস্যা হয়। তাই দূর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে অসতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট