1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

বাংলাদেশ বুলেটিনের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা একটি সংবাদপত্রের আয়ু নির্ভর করে বিশ্বাসযোগ্যতার ওপর-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ বর্ষ পূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সংবাদপত্রের আয়ু নির্ভর করে বিশ্বাসযোগ্যতার ওপর। প্রতিটি সংবাদপত্রের কিছু দর্শন থাকে, তথ্য ও খবর পরিবেশনের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সেই দর্শন প্রভাব ফেলে। আমরা অনেক সময় নিরপেক্ষতার কথা শুনি। মনে করি, কোনো সংবাদপত্রের সম্পূর্ণ নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। কারণ নিরপেক্ষতার মাপকাঠি নিয়েই বিতর্ক হতে পারে। সে ক্ষেত্রে পরিবেশিত সংবাদটি যেন পত্রিকাটির দর্শনের মধ্যে থেকে যতটা সম্ভব ব্যালেন্সড হয়। মতামতটি যেন ব্যালেন্সডভাবেই উপস্থাপিত হয়। তাহলেই পাঠকের মণিকোঠায় স্থান করে নিবে। এ ক্ষেত্রে বাংলাদেশ বুলেটিন জনগণের বিশ্বস্ত ও আস্থার নির্ভিক মুখপাত্র হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক বাংলাদেশ বুলেটিন এর ৬ষ্ঠ বর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর-এর চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ।
দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা, পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, অনলাইন প্লাটফর্ম দিনাজপুরের উদ্যোক্তাবর্গ এর সভাপতি সম্পা দাস মৌ এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য আইরিন লতিফ। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ বুলেটিন দিনাজপুর জেলা প্রতিনিধি রেমিনা আকতার।
আলোচনা সভা শেষে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর-এর চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ, অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিকসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মামুনুর রহমান জুয়েল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট