1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

বিএনপি-জায়ামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র-অগ্নিসন্ত্রাস সম্মিলিতভাবে প্রতিহত করা হবেঃ আলতাফুজ্জামান মিতা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে

মেঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বলেছেন, বিএনপি-জামাতকে রাজনীতির মাঠ থেকে বিদায় করতে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি-জামাত ২০১৪ সালের মতো আবারও আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস শুরু করেছে। তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। তারা গণতন্ত্রের ধারাবাহিকতা চায়না, উন্নয়ন চায়না, তারা দেশকে পিছিয়ে নেয়ার লক্ষ্য নিয়েই আবারও অগ্নি সন্ত্রাসের পায়তারা করছে। রাজপথেই আন্দোলনের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাস সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।
১২ নভেম্বর (রোববার) দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. ফরিদুল ইসলাম-এর সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাইফুদ্দিন আক্তার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আক্তার চৌধুরী, রায়হান কবীর সোহাগ, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রহমতউল্লাহ্ রহমত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মো. আব্দুল করিম, দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মানিক রঞ্জন বসাক, আওয়ামী লীগ নেতা হাবিব আহমেদ হচি, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, মহিলা আওয়ামী লীগ নেত্রী আলেয়া বেগম স্বপ্না, রোকসানা গোল্ডেন, জেলা ওলামালীগের সভাপতি হাফেজ মো. শওকত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন দিলীপ, যুব লীগ নেতা প্রভাষক মাসুদ হোসেন, মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা রাজকুমার রায়, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দোলন, তাঁতী লীগের শামসুল হুদা শান্ত, মৎস্যজীবী লীগ নেত্রী লাভলী আক্তার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট