1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :

বন্দরে জনতা কতৃক ৩ চোর আটক-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে অটোরিক্সা চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা ৩ চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটককৃত হলো বন্দর উপজেলার পূর্ব হাজীপুর এলাকার মৃত নুর ইসলাম মিয়ার ছেলে কাউছার ওরফে তারা মিয়া (২০) একই এলাকার মোবারক হোসেন মোল্লা মিয়ার ছেলে রনি মোল্লা (৪০) ও একরামপুর এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে শাওন (২২)। আটককৃত ৩ চোরকে শুক্রবার (২৮ জুলাই) দুপুরে বন্দর থানার ৩২(৬)২৩ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (২৭ জুলাই) গভীর রাতে বন্দর উপজেলার কল্যান্দী বাসস্ট্যান্ড এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
থানা তথ্য সূত্রে জানাগেছে, বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান রোড এলাকার জনৈক সুমন মিয়ার একটি অটোরিক্সা বন্দর ১নং খেয়াঘাট এলাকা থেকে চুরি করে মাহামুদনগর ভাঙ্গারী দোকানে বিক্রি করার উদ্দেশ্যে যাওয়ার সময় কল্যান্দী এলাকা থেকে স্থানীয় জনতা উল্লেখিত ৩ চোরকে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে আটককৃতদের বন্দর থানার একটি চুরি মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট