1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

দিনাজপুরের পার্বতীপুরে একই পরিবারের পাঁচ সদস্যের ইসলাম ধর্ম গ্রহন-যুগের নারায়ণগঞ্জ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৪২০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের পাঠিকাঘাট গ্রামের পল্লী চিকিৎসক শ্রী পঞ্চমি ডাক্তার আজ থেকে শনাতন নাম ত্যাগ করে মুসলিম নাম দিয়েছেন (মোহাম্মদ আব্দুল্লহ) আজ ২২ জুলাই রোজ বৃহস্পতিবার পাঠিকাঘাট গ্রামের পঞ্চােমি ডাক্তার সোপরিবারে মুসলিম ধর্ম গ্রহন করেছেন তিনি আজ সকালে পরিবারের সদস্যদের নিয়ে দিনাজপুর আদালতের মাধ্যমে নিজেদের নাম, ধর্ম পরিবর্তন করেন, এবং তিনি ইতিপূর্বে সনাতন ধর্মাবলম্বী হলেও কোন হিন্দু সংস্কার বা পুজা করতেন না,ডাক্তার পঞ্চমী ওরোফে (মোহাম্মদ আব্দুল্লাহ) জানান পাড়ির পাশে মসজিদের আজানের সুর পঞ্চােমী ওরফে (মোহাম্মদ আব্দুল্লাহ)ডাক্তারের হৃদয়ে দাগ কাটে তখন থেকে তিনি মনে মনে ইসলাম ধর্মের প্রতি আগ্রহ বাড়ে,এছাড়াও মুসলমানদের সাথে চলাফেরা সহ মুসলিম ধর্মীও বই পড়ে তিনি ইসলামের প্রতি দুর্বল হয়ে পড়েছেন বলে তিনি জানান বর্তমান তাদের ইসলামি নামকরন করা হয়েছে শ্রী পঞ্চমির পরিবর্তে(মোহাম্মদ আব্দুল্ল্যাহ)বড় ছেলে শ্রী মাসুদ রায় থেকে (মোঃ মাহমুদুল হাসান মাসুদ),ছোট ছেলে শ্রী বাদল রায় থেকে (মোঃআবরার ফাহাদ রানা),বড় মেয়ে শ্রীমতি চম্পা রানী থেকে (মোছাঃ হাফসা সুলতানা),ছোট মেয়ে শ্রীমতি লতা রানী থেকে (মোছাঃ লতিফা খাতুন )নাম রেখেছেন এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা আনন্দের সাথে তাদের পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করবেন বলে জানান অত্র এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট