1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :

বন্দং প্রশিক্ষন ও লাইসেন্সবিহীন চালকের সংখ্যা বৃদ্বি বিভিন্ন রুটে সড়ক দূঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে বিভিন্ন এলাকায় প্রশিক্ষন ও লাইসেন্স বিহীন নতুন নতুন সিএনজি, বেবিট্যাক্সি ও অটো ইজিবাইক চালকগন দূর্ঘটনা সংগঠিত করে প্রতিনিয়ত সাধারন মানুষের জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে চলছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কে ২’শ সিএনজি এবং বন্দর ১নং খেয়াঘাট থেকে মদনগঞ্জ, কলাগাছিয়া ও সাবদী রোটে সিএনজি ও বেবী ৫’শ, নবীগঞ্জ খেয়াঘাট থেকে কাইকারটেক রুটে ৩’শ সিএনজি ও বেবীট্যাক্সি যাত্রীবহন কাজে নিয়জিত আছে। এছাড়াও বন্দরের বিভিন্ন এলাকায় যাত্রীবহন কাজে রয়েছে আর প্রায় ৭’শ অটো ইজিবাইক । খোঁজ নিয়ে জানা গেছে, এগুলো এ উপজেলার বিভিন্ন আয়ের মানুষরা ক্রয় করে নিজেরাই চালক সেজে চালানো শুরু করে। এরপর কোন মতে বেবীট্যাক্সি সমিতিতে ভর্তি হয়ে নিধার্রিত কিছু রুটে তারা গাড়ী চালানো শুরু করে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এসব চালকগন দক্ষ না থাকায় প্রতিদিন কোন না কোন রুটে দূঘটনা ঘটিয়ে সাধারন মানুষের জানমালে ক্ষতি করে আসচ্ছে। এ ছাড়াও দিন দিন বন্দরে লাইসেন্স বিহীন যান বাহনের সংখ্যা অনেককাংশে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বন্দর উপজেলার বিভিন্ন রুটে চলাচলরত ৮০% চালকের কোন লাইনেন্স নেই। তারপরও তারা চালক হয়ে বন্দরে র্নিবিগ্নে যাত্রী সেবার কাজ করে আসচ্ছে। বন্দর থানা পুলিশের উদাসিনতার কারনে লাইসেন্স বিহীন চালকরা বুক ফুলিয়ে বন্দর উপজেলার বিভিন্ন রুটে অবাধে সিএনজি, বেবীট্যাক্সি ও অটো ইজিবাইক চালিয়ে আসচ্ছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বন্দরের সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট