1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

কাহারোল সাব রেজিস্ট্রার অশোক কুমার বসাক কর্মদক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছে-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ কাহারোল সাব রেজিস্ট্রার অশোক কুমার বসাক তার কর্ম ও নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করে আসায় জমি ক্রেতা,বিক্রিতা এবং দলিল লেখকেরা কোনো হয়রানি ছারাই দলিল সম্পাদন করার প্রকাশ করেছেন। দিনাজপুর কাহারোল উপজেলা সাব রেজিস্ট্রি অপিসে কর্মরত সাব রেজিস্ট্রার অশোক কুমার বসাক, এই উপজেলা গত-২ জুন ২০২২সালে উপজেলা সাব রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন।তিনি যোগদানের পর থেকে সরকারি নিয়মনীতিকে বুকে ধারন করে তার দায়িত্ব ও যথাযথ ভাবে পালন করার ফলে অএ উপজেলার জমি ক্রেতা বিক্রিতারা কোনো রকম হয়রানি ছাড়ায় তাদের জমির দলিল পএ সম্পদন করছেন। নাম প্রকাশের অনিচ্ছুক একজন জমি ক্রেতা জানান,আগে শুনেছি সাব -রেজিস্ট্রি অপিসে অতিরিক্ত অর্থ ছাড়া কোনো কাজকর্ম হতো না,এখন এই সাব রেজিস্ট্রার আসায়এর চিত্র ভিন্ন, কারন তিনি ভালো মনের একজন মানুষ হওয়ার কোনো রুপ হয়রানি ছাড়ায় জমি রেজিস্ট্রির কাজ সম্পূর্ণ হচ্ছে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে প্রবীন দলিল লেখক ও সাবেক ইউপি সদস্য মোঃ সাজ্জাদ হোসেনকে বরমানে কমরত উপজেলা সাবরেজিস্ট্রার অশোক কুমার বসাকের বিষয়ে জিজ্ঞোসা করা হলে তিনি এই প্রতিনিধিকে জানান বতমান আমাদের সার কোন টাকা পয়সার প্রতি কোনো প্রকার লোভ লালশা ছারাই তিনি দলিল সম্পাদনের কাজ করে আসছেন। তিনি অপিস সময়কে সবোচচ শুরুতে দিয়ে অএ অপিসে দায়িত্ব পালন করে আসছেন এদিকে গত কাল ৩১মে ২০২৩ বুধবার সকাল সারে ১০টায় দিকে সরেজমিনে উপজেলা সাব রেজিস্ট্রি আপিস ঘুরে দেখা গেছে, কোনো প্রকার হয়রানি ওঝামেলা ছারাই জমি ক্রেতা বিক্রিতারা স শরীরে খাশকামরা সামনে দাঁড়িয়ে একএক করে দলিল রেজিস্ট্রির কাজ করতে দেখা গেছে। দলিল সম্পাদন ও সাব রেজিস্ট্রি কাজ করতে দেখা গেছে দলিল সম্পাদনও সাব রেজিস্ট্রি আপিস সম্পকে এক পযার্য়েয়ে আলাপ আলোচনা করা হলে উপজেলা সাব রেজিস্ট্রার অশোক কুমার বসাক জানান এই উপজেলা শুধু নয় আমার চাকরী জীবনে উপজেলা গুলোতে ও আমি সরকারি সময় সূচিকে মেনন্টন করে চাকরি করে আসছি এবং সাধারণ জনগণ বা জমি ক্রেত বিক্রিতা
আমার নিকট সেবাপেয়ে থাকে তার চেষ্টায় সবদায়
বতমানেও ভবিষ্যতে ওআমার পক্ষ থেকে আন্তরিকতা অভাব হবে না বলে মনতবো করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট