1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

আজিজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বেহাল দশা-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৪৮৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ ভাবা যায়,একটি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চলছে নিজের খেয়াল খুশি মতো। গত ২৮মে রবিবার বেলা ১টা ৫০মিনিটে পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের গোপালগঞ্জে অবস্থিত আজিজার সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে প্রতিষ্ঠানটি তালা বদ্ধ অবস্থায় দেখা গেছে।এ সময় মুঠোফোনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেও তার ফোনটি সুইচড অফ থাকায় তার মতামত নেয়া সম্ভব হয়নি।
পরবর্তীতে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে‌ সাক্ষাৎ হলে তিনি একাধিক বিষয়ে কথা বলেন।এর ঠিক বিশ মিনিট পূর্বে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষককে লুঙ্গি পরিহিত অবস্থায় অত্র শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন বাজারে ঘুরতে দেখা গেছে।তাকে জিজ্ঞেস করা হয়,আপনার তো এখন বাজারে থাকবার কথা না,আপনার এখন থাকবার কথা স্কুলে।তিনি জবাবে বললেন,প্রধান শিক্ষক স্কুল ছুটি দিয়েছেন এজন্য আমরা চলে এসেছি।অবশ্য ততক্ষণে উনি জেনে গেছেন আমরা সংবাদকর্মী।এরপরে তড়িৎ সেখান থেকে ওই শিক্ষক উধাও হয়ে যান।
স্থানীয় একাধিক সূত্র ও বিভিন্ন বিশ্বস্ত সূত্রে জানা গেছে,প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর উপস্থিতির হার খুবই নগণ্য।কোনদিন ২৫ জন অথবা কখনো কখনো ৩০-৩২ জন শিক্ষার্থীকে উপস্থিত হতে দেখা গেছে অত্র প্রতিষ্ঠানে।প্রতিষ্ঠানটিতে দীর্ঘ প্রায় ১১বছর যাবত প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট