1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :

স্বপ্নপুরীতে প্রতিদিনের ন্যায় এই ভাবে-যুগের নারায়ণগঞ্জঃ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ বিভিন্ন অঞ্চল থেকে হাজার মানুষ এখানে আশা-ভরসা নিয়ে আসে। কিন্তু নাহ। কেউ কখনো দেখেনি এখানে এসে কাউকে কখনো খালি হাতে ফিরে যেতে, কারও মুখ বেজার হতে।
এখানে কেউ আসে চাকুরির জন্য, কেউ আসে চিকিৎসার জন্য, কেউ আসে সন্তানের পড়ালেখার জন্য, কেউ আসে মসজিদের জন্য, কেউ আসে মন্দিরের জন্য, কেউ আসে রাস্তার জন্য, কেউ আসে কালভার্টের জন্য, কেউ আসে পারিবারিক-সামাজিক বিরোধ মেটানোর জন্য। এখানে কেউ আসে ভেজা চোখে, ফিরে যায় হাসিমুখে
বাস্তবতা হচ্ছে- মানুষের চাওয়ার কোন শেষ নেই, কিন্তু সেই চাওয়া পূরণ করার মানুষ হাতেগোনা, বৃহৎ জনগোষ্ঠীর তুলনায় অতি সামান্য। খুঁজলে যে কয়জন পাওয়া যাবে- তারা কেমন হবেন, তাদের চরিত্র কেমন হতে পারে। প্রিয় নেতা শিবলী সাদিক এমপিকে কাছ থেকে দেখলে তার পরিষ্কার ধারণা পাবেন, নিন্দুকেরাও কখনো তার নামে এ ব্যাপারে বদনাম করতে পারবে বলে আমার মনে হয় না।
জনগণের সাথে জনপ্রতিনিধির সম্পর্ক হতে হবে একে অন্যের পরিপূরকের মত। সেটি জবাবদিহিতার ক্ষেত্রে হোক বা প্রত্যাশা পূরণের ক্ষেত্রেই হোক।
এমপি শিবলী সাদিক ভাই জননেতা একদিনে হননি, তার পেছনে ১৫ বছরের ইতিহাস আছে, সেটিও কোথাও লিখিত হলে তাতে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। তার স্বাক্ষী হিসেবে দিনাজপুর বাসীর দ্বিধাহীনভাবে বলতে পারবে দিনাজপুর ০৬ আসনের গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের চাবিকাঠি হচ্ছেন একজনই- শিবলী সাদিক এমপি যার সমকক্ষ কেউ আছে কিনা একালে খুঁজে পাওয়া যাবেনা। এমপি শিবলী সাদিক ভাইজানের থেকে শেখার-জানার অনেক কিছু আছে। তিনি দেখিয়েছেন এসির শীতলতা ছেড়ে প্রচন্ড গরমে জনতার কাতারে বসে কিভাবে সেবা দিতে হয়, তিনি শিখিয়েছেন জনগণের কিভাবে আস্থা, ভরসার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা যায়, কিভাবে একজন দিন দরিদ্র মানুষের দুঃখ এক নিমিষে দূর করে দেওয়া যায়। একটি সাধারণ ভাবে বসে কিভাবে প্রতিদিন শত মানুষের চাওয়া পাওয়া পূর্ণ করা যায়। সবার কথা শেষ হলেও তাকে বলতে শোনা যায় -“আর কারো কোন কথা আছে নাকি?”
হ্যাঁ কথা আছে, বিগত ১৪ বছর ধরে তিনি আগ্রহভরে সেইসব কথা শুনছেন। শুনে যার যা প্রয়োজন তা সহাস্যে মিটিয়ে দিয়ে ফের অপেক্ষায় থাকছেন- আর কেউ কি বাকি আছে। মানুষ জানে, এই বিশ্বাষ তাদের মনে- যে এমন একজন মহানুভব মানুষ এই জনপদে আছেন- যিনি তাদের কথা শোনার জন্য একটি স্বপ্নপুরীতে নিজেকে উজাড় করে বসে আছেন। তিনি সবার কথা শোনেন মনযোগ দিয়ে। শিবলী সাদিক এমপি ও ১১- দিনাজপুর ০৬ আসনের জনগণের সম্পর্কটা এমনই- আস্থার এবং ভালবাসার, সাথে দায়বদ্ধতার। সেই সম্পর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যুগের আবর্তে।
মানুষে মানুষে ভেদাভেদ হতে পারে না, বৈষম্য থাকতে পারে না- জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে, শিবলী সাদিক ভাইয়ের মত অন্যান্য রাজনীতিবিদরা তা যদি নিজের ব্রত হিসেবে নিতেন, তাহলে দুর্ভাবনার কিছু ছিল না। চাইলে অনেকে অনেক কিছু হতে পারে, কিন্তু শিবলী সাদিক এমপি কেবল একজনই হতে পারে, দিনাজপুরের মানুষ হিসেবে সবাই নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করে- কেননা একজন শিবলী সাদিক এ জনপদে আছে- জনতার কাতারে বসে সবার জন্য ভালবাসার অবারিত দ্বার খুলে..শীত, গ্রীষ্ম, বর্ষা হোক হাত বাড়ালেই পাওয়া যায় তাকে ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট