1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

পার্বতীপুর রেলওয়ে পুলিশের এএসআই শহিদুল ইসলাম বরখাস্ত-যুগের নারায়ণগঞ্জঃ

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর:ট্রেনে অনিয়মের প্রতিবাদ করায় করিম বাদশা নামে এক যাত্রীকে মারধর ও মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (২২ মে) শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম নুরুল ইসলাম।
এর আগে রোববার (২১ মে) তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৮ মে) ওই যাত্রীকে মারধর করা হয়। পরে ওই যাত্রী রেলওয়ে পুলিশের ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ই-মেইলে অভিযোগ করেন।
জানা যায়, বৃহস্পতিবার (১৮ মে) দ্রুতযান এক্সপ্রেসে করে করিম বাদশা ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন।
পথে ওই যাত্রীর চেয়ারের সামনে একটি বাড়তি চেয়ার এনে একজন যাত্রীকে বসান পুলিশের ওই এএসআই শহিদুল ইসলাম। পরে ওই যাত্রী রেলওয়ের একটি ফ্যান গ্রুপে দুটি ছবি পোস্ট করলে তাকে ট্রেনের ক্যান্টিনে নিয়ে যান ওই পুলিশ কর্মকর্তা। সেখানে মোবাইল কেড়ে নিয়ে মোবাইলের ছবি ও ফেসবুকে পোস্ট করা ছবিগুলো ডিলিট করে দেন। ফেসবুকে ছবি পোস্ট করাকে কেন্দ্র করে ওই যাত্রীকে মারধর করা হয় এবং ফোনটি ভেঙে ফেলা হয়। পরে তার কাছ থেকে নাম-ঠিকানা ও মোবাইল নাম্বার নিয়ে ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেন এবং জানালে মাদকের মামলা দেওয়ারও হুমকি দেওয়া হয়। পরে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে নেমে যান ওই পুলিশ কর্মকর্তা।
এ ঘটনার পর ঠাকুরগাঁও পৌঁছে সদর থানায় অভিযোগ দিতে যান ওই যাত্রী। সেখানে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয় তাকে। পরে ই-মেইলের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করেন করিম বাদশা।
পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম নুরুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে সৈয়দপুর জিআরপি পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট