1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

সাংবা‌দিক‌দের দে‌খেই চ‌টে‌ গে‌লেন টিপু-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্র‌তি‌নি‌ধিঃ নারায়ণগঞ্জ ১৪ নং ওয়ার্ড ও মহানগর বিএর‌পির আ‌য়োজ‌নে শহ‌রের ন‌ন্দিপাড়াস্থ হাজী ম‌নি‌রের বা‌ড়ি‌তে ১৪নং ওয়ার্ড স‌ম্মেলনের আ‌য়োজন ক‌রা হয়।
শ‌নিবার (২০ মে) শহ‌রের ন‌ন্দিপাড়াস্থ হাজী ম‌নি‌রের বা‌ড়ি‌র ছা‌দে এ স‌ম্মেলন হয়।
ম‌নি‌রের বা‌ড়ি‌র ছা‌দে স‌ম্মেলনের খবর পে‌য়ে সংবাদ সংগ্র‌হ কর‌তে গে‌লে সাংবা‌দিক‌দের দেখেই চটে যান মহারগর বিএন‌পির সদস্য স‌চিব আবু আল ইউসুব খান টিপু। এসময় তি‌নি আংগুলের ইশারা দিয়ে সাংবা‌দিক‌দের স‌ম্মেলন থে‌কে চ‌লে যে‌তে ব‌লেন।
‌বি‌শেষ সূ‌ত্রে যানা জায়, বা‌ড়ি‌তে স‌ম্মেলন নি‌য়েও দেখা দেয় নেতাকর্মী‌দের ম‌ধ্যে ক্ষে‌াভ সেই সাথে নেতাকর্মীরা ব‌লেন, ৬ তালার উপ‌রের জীব‌নেও দে‌খিনি কোন স‌ম্মে‌লন হ‌তে। আর প্র‌তি‌টি ওয়ার্ড থে‌কে ২/৩ জন ক‌রে লোক আস‌তে বলা হ‌য়ে‌ছে। স‌ম্মেলন হ‌বে ‌উন্মুক্ত জায়গায় সেখা‌নে শত শত লোক আস‌বে। সকলের উপ‌স্থি‌তি‌তে কাউ‌ন্সি‌লিং হ‌বে ভোটা ভুটির মাধ্য‌মে সভাপ‌তি সে‌ক্রেটারী বা কর্মী সমর্থ‌নের মাধ্য‌মে নেতৃ‌ত্ব আস‌বে। কিন্তু তি‌নি তা না ক‌রে বা‌ড়ি‌তে বসে পকেট ক‌মি‌টি করার প‌রিকল্পনা ক‌রেন। তারই প‌রিকল্পনার কথা ফাসঁ হ‌য়ে গে‌লে সাংবা‌দিকরা সেখা‌নে উপ‌স্থিত হ‌লে চ‌টে যান তি‌নি। এর আ‌গেও তা‌কে সাংবা‌দিক‌দের সা‌থে এমন বিরূপ আচরন কর‌তে দেখা গে‌ছে। তার এ বিরূপ আচর‌নের কার‌নে অ‌নেক সময় বির্বতকর প‌রিস্থি‌তি সামাল দি‌তে হ‌য় মহারগর বিএন‌পির আহ্বায়ক এড.সাখাওয়াত হো‌সেন খান‌কে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট