1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

১৭ নং ওয়াডে নারীকে খুন করে ছিনিয়ে নেওয়া স্বর্ণ উদ্ধার, আটক ২-যুগের নারায়ণগঞ্জঃ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ৮ মে, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ নারীকে খুন করে ছিনিয়ে নেওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ ব্যক্তিকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে।
রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার স্বর্ণপট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সঞ্জয় ও বিপ্লব দাশ। সঞ্জয় নারায়ণগঞ্জ ক্লাব এলাকার মাঠা বিক্রেতা আর বিপ্লব দাশ স্বর্ণ দোকানী বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরির্দশক (ওসি) আল মামুন জানান, আটক ২ জনের কাজ থেকে খুনের ঘটনায় ছিনিয়ে নেওয়া স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ ও হত্যার ঘটনায় মূল আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গত ৩ মে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া আদর্শ নগর এলাকার রমজান মোল্লার স্ত্রী নূর জাহান বেগমকে খুন করে স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট