চট্টগ্রামপ্রতিনিধিঃ চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলায় ১১৪ তম আসরে চ্যাম্পিয়ন হলেন কুমিল্লার শাহাজালাল বলী।
্মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে চকরিয়ার জীবন বলীকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হন। মাত্র ১ মিনিট ৫ সেকেন্ডের লড়াইয়ে শাহ জালালের কাছে হার মানেন জীবন।