1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি স্বরুপ বকসী বাচ্চু ও সাধারন সম্পাদক, গোলাম নবী দুলাল সহ পুরো প‍্যানেল নির্বাচিত।

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

মোঃজাহিদহোসেনঃ দিনাজপুর প্রেসক্লাবের ১৪৩০-১৪৩১বঙ্গাব্দ এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি স্বরুপ বকসী বাচ্চু এবং সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল মনোনীত প‍্যানেল জয়লাভ করেছে।
১৭এপ্রিল সোমবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত দিনাজপুর শহরের কালিতলাস্থ প্রেসক্লাব হলরুমে বিরতীহীনভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়।নির্বাচনে মোট ভোটার সংখ‍্যা ছিল ৬৫জন। স্বরুপ বকসী বাচ্চু ও গোলাম নবী দুলাল এবং চিত্ত ঘোষ ও সুব্রত মজুমদার ডলার মনোনীত দুটি প‍্যানেলে মোট ২৮জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।এদের মধ‍্যে সাহিত‍্য ও পাঠাগার সম্পাদক পদে কাশি কুমার দাস ঝন্টু এবং তথ‍্য,প্রচার ও গবেষন বিষয়ক সম্পাদক পদে কৌশিক বোস বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়।বাকী ২৬জন প্রার্থীরদের মধ‍্যে ভোটাধিকার প্রয়োগের মাধ‍্যমে সভাপতি স্বরুপ বকসী বাচ্চু ও সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল মনোনীত প‍্যানেল নিরংকুষ বিজয় অর্জন করে।আগামী দুই বছরের জন‍্য নির্বাচিত প্রাথীদের মধ‍্যে সভাপতি পদে স্বরুপ বকসী বাচ্চু পেয়েছেন ৪২ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দি চিত্ত ঘোষ পেয়েছেন ২৩ভোট অপর দিকে সাধারন সম্পাদক পদে গোলাম নবী দুলাল পেয়েছেন ৪২ভোট এবং তার নিকতম প্রতিদ্বন্দি সুব্রত মজুমদার ডলার পেয়েছেন ২৩ ভোট।অন‍্যান‍্য বিজয়ী প্রার্থীদের মধ‍্যে সহ সভাপতি পদে শাহ্ আলম শাহী ৪২ এবং কংকন কর্মকার ৩৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।সহ সাধারন সম্পাদক পদে রতন সিং ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ সাধারন সম্পাদক রতন সিংএবার নিয়ে একটানা পাঁচবার নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে জয়লাভ করেছেন।এছাড়াও কোষাধ‍্যক্ষ পদে রফিকুল ইসলাম ফুলাল ৩৬ভোট,ক্রিয়া সম্পাদক পদে বেলাল উদ্দীন সিকদার রুবেল ৩৯ ভোট,সাংস্কৃতিক সম্পাদক পদে ফখরুল হাসান পলাশ ৪০ভোট,দপ্তর সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসেন ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।নির্বাহী সদস‍্য পদে রিয়াজুল ইসলাম ৩৯ভোট,শাহরীয়ার শহীদ মাহাবুব হীরু ৪১ভোট, মোঃ খাদেমুল ইসলাম ৪২ভোট এবং বাবু আহম্মেদ বাব্বা ৩০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।নির্বাচন পরিচালনা কমিচমটির চেয়ারম‍্যান ছিলেন শহর সমাজ সেবা কার্যালয় দিনাজপুর এর সমাজ সেবা অফিসার মোঃ মইনুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট