1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮ দেশে খুনের ঘটনা আগের তুলনায় কমেছে: নাসিমুল গনি নির্বাচনে পুলিশের ভূমিকার ওপর বাহিনীর ভাবমূর্তি নির্ভর করবে: এসপি জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছকে বিজয়ী করতে হবে-রিয়াদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার “শহীদদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব” নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

১৯৭১ সালের এই দিনে নারায়ণগঞ্জের বন্দরে পৈশাচিক হত্যাযজ্ঞে মেতে উঠে বর্বর পাক হানাদার বাহিনী।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

মোঃ বিল্লাল হোসেন রায়ণগঞ্জ বন্দর উপজেলায় গণহত্যা দিবস আজ মঙ্গলবার ৪ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে নারায়ণগঞ্জের বন্দরে পৈশাচিক হত্যাযজ্ঞে মেতে উঠে বর্বর পাক হানাদার বাহিনী।
এদিন বিভিন্ন গ্রাম থেকে ৫৪ জন নিরীহ গ্রামবাসীকে ধরে এনে ব্রাশ ফায়ারে হত্যা করে পাক হানাদাররা। পরে মরদেহগুলো আগুনে পুড়িয়ে উল্লাস করে তারা। বন্দরবাসীর জন্য দিনটি বেদনাদায়ক এবং শোকের।
১৯৭১ সালের ৪ এপ্রিল ভোরে রাজাকার এবং স্থানীয় দোসরদের সহায়তায় বন্দরে প্রবেশ করে পাকিস্তানি বাহিনী। তারা গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয় ।
বিভিন্ন গ্রাম থেকে নিরীহ মানুষ ধরে এনে সিরাজদ্দৌলা ক্লাবের মাঠের দক্ষিণ-পশ্চিম কোণে জড়ো করে। এরপর সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে। ব্রাশ ফায়ারে কেউ সঙ্গে সঙ্গে মৃত্যুকে আলিঙ্গন করেন কেউবা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকেন। মাঠে রক্ত গঙ্গা বয়ে যায়! রক্ত স্রোতে সবুজ চত্ত্বর লাল বর্ণ ধারণ করে। লাশের উপর লাশ পড়ে থাকে।
কিন্তু বর্বরতার এখানেই শেষ নয়। ঘাতকেরা আশপাশের গ্রাম থেকে মুলি বাঁশের বেড়া এনে লাশের উপর রেখে গান পাউডার ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে ছাই হয়ে যায় আহত ও নিহত ৫৪ জন।
এ লোমহর্ষক নারকীয় ঘটনা গ্রামবাসী অনেকে দূর থেকে অবলোকন করেছেন। এই দৃশ্য মনে হলে আজও আঁতকে ওঠেন তারা। শিউরে ওঠে গা। আজও চোখের কোনে জমাট বাঁধে বেদনা অশ্রু। আজও কাঁদেন শহীদ পরিবারগুলো।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে ছিলেন আব্দুল মান্নান ভূইয়া (প্রয়াত), দীল মোহাম্মদ ও মোহাম্মদ আলী হাফেজ । পাকবাহিনী চলে যাওয়ার পর তারা এসে দেখেন ৫৪ জন নিরপরাধ মানুষের আগুনে পুড়ে যাওয়া মরদেহ পড়ে আছে। বিকৃত হয়ে যাওয়ায় সব মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। ৫৪ জন শহীদের মধ্যে মাত্র ২৫ জনের নাম এবং পরিচয় জানা গেছে।
এরা হলেন- ছমিরউদ্দিন সরদার, মন্তাজউদ্দিন মাস্টার, আলী আকবর, রেজাউল ইসলাম বাবুল, আমির হোসেন, নায়েব আলী, আলী হোসেন, ইউসুফ আলী, সুরুজ চন্দ্র কানু , জবুনা চন্দ্র কানু, লছমন চন্দ্র কানু, কানাই লাল কানু, গোপাল চন্দ্র, ভগবত দাস, দুর্গাচরণ প্রসাদ, নারায়ন চন্দ্র প্রসাদ, ইন্দ্রা চন্দ্র দাস, সুরেশ চন্দ্র দাস, দিগেন্দ্র চন্দ্র বর্মন, বুনেল চৌধুরী, মোবারক, হারাধন মাস্টার, নারায়ণ চৌধুরী, বাদশা খান ও পরেশ দাস। বন্দর গণহত্যা দিবস উপলক্ষে সিরাজদ্দৌলা ক্লাব মাঠে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে মঙ্গলবার পুষ্পস্তবক অর্পণ, কালো পতাকা উত্তোলন, মোমবাতি প্রজ্জলন, শোক র‌্যালি, মিলাদ মাহফিল, স্মরণসভা, কাঙ্গালিভোজসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে গণহত্যা দিবস উদযাপন পরিষদ এবং শহীদদের পরিবার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট