মো:ফজলু গাজী,পিতা খোকন গাজী,শাহ্পুর,ডুমুরিয়া,খুলনা।দুটো কিডনিই নষ্টহয়ে গিয়েছে অনেক দিন।
এতদিন নিজের ও স্থানীয়দের সহায়তায় ডায়ালাইসিস করেছেন।কিন্তু এখন আর পারছে না আর্থিক অসচ্ছলতার কারণে ।তাই সবার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন তিনি।
হয়তো আর বেশিদিন বাঁচবে না অথবা বেঁচেও যেতে পারেন মহান আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়া এবং সাহায্যে তারপর সুচিকিৎসা পেলে।
কিন্তু তার বেঁচে থাকার আকুতি খুবই কষ্ট দায়ক।
তার ছোট ছোট তিনটি মেয়ে আছে,যাদের বড়ো জনের বয়স দশবছর।বাবার চিকিৎসা করতে যেয়ে
শিশুগুলো হারিয়ে ফেলেছে তাদের শিশুসত্বা।
ঈদ ও সামাজিক অনুষ্ঠান তাদের জন্য আনন্দের
নেই যন্ত্রনার হয়েগেছে।
এই অবস্থায় সকলের কাছে অনুরোধ করছি যে যা পারেন সাহায্য করুন।
যোগাযোগ নাম্বার: 01784175570