1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

অপসাংবাদিকতা রোধে কাজ করছে প্রেস কাউন্সিল

জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২২৪ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে কর্মশালায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া প্রতিষ্ঠান প্রেস কাউন্সিল সাংবাদিকতার মতো মহান পেশাটির সম্মান রক্ষায় নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের মানরক্ষায় দেশে অপসাংবাদিকতা তথা হলুদ সাংবাদিকতা বন্ধে তৃণমূল সাংবাদিকদের ডাটাবেজ তৈরি, প্রশিক্ষণ প্রদান, সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণসহ নানা বিষয়ে কাজ করছে প্রেস কাউন্সিল। হলুদ সাংবাদিকতা রুখতে টেলিভিশন ও পত্রিকা মালিকদের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। অন্যথায় হলুদ সাংবাদিকতা রোধ করা কঠিন হয়ে পড়বে।

খাগড়াছড়িতে মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে ‘প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও তথ্য অধিকার আইন ২০০৯’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মুজিববর্ষের অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রেস কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজনে করে।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত কর্মশালায় প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম-সচিব) মো. শাহ আলম, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদ মোমেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান ও সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও দৈনিক পত্রিকা অরন্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা মফস্বল সাংবাদিকতায় বিশৃঙ্খলা রোধে প্রেস কাউন্সিলকে পরামর্শসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৪০ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ। পরে খাগড়াছড়ি প্রেস ক্লাবকে উপহার হিসেবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বই উপহার দেয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট