1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ১৯২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাতে হাতিরঝিল থানা পুলিশ মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ জানান, রুহুল আমিন গাজীর বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা ছিল। মামলা নম্বর-১৪৪। ওই মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মূলত পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হবে বলেও জানান ওসি।

রুহুল আমিন গাজী দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট