1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :

বন্দরে ১০ বছরের কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় থানায় মামলা-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ দিন দুপুরে বন্দরে ১০ বছরের এক কিশোরীকে যৌন হয়রানি ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত বুধবার (২১ জুন) রাতে ভূক্তভোগী কিশোরী পিতা বাদী হয়ে লম্পট মঞ্জুরুল মোল্লা ওরফে মঞ্জিলকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। এর আগে গত মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় বন্দর থানার নবীগঞ্জ পূর্বপাড়াস্থ নিলু মিয়ার ভাড়াটিয়া ঘরে পিছনে ঝোপের আড়ালে ওই যৌন হয়রানি ঘটনাটি ঘটে। যৌন হয়রানি ঘটনার পর থেকে লম্পট মঞ্জুরুল মোল্লা পলাতক রয়েছে। পলাতক মঞ্জুরুল মোল্লা ওরফে মঞ্জিল বন্দর ১৫/৩ উইলসন রোড নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার মৃত আউয়াল মোল্লা ছেলে।
অভিযোগের তথ্য সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বন্দর থানার নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার উল্লেখিত বাড়ি ভাড়াটিয়ার (১০) বছরের এক কিশোরী মেয়ে বাড়ি পিছনে খেলা করছিল। ওই সময় উল্লেখিত লম্পট অবুঝ কিশোরীকে কৌশলে ঝোপের আড়ালে ডেকে নিয়ে যৌন হয়রানি করে। ওই সময় কিশোরী ডাক চিৎকারে আশে পাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় লম্পট মঞ্জুরুল মোল্লা ওরফে মঞ্জিল কৌশলে দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক গনমাধ্যমকে জানায় যৌন হয়রানি ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট