1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ কাশিপুরে ৪ বছরের শিশুকে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল পুলিশ নারায়ণগঞ্জে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব সকল বৈষম্য দূর করতে আল্লাহর দ্বীন বিজয়ী করতে হবে: মাওলানা জব্বার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোকো স্মৃতি সংসদের উপহার সামগ্রী বিতরণ পূজার উপহার সামগ্রী বিতরণ খোরশেদের নারায়নগঞ্জে ‘শান্তিপূর্ণ পূজা উদযাপনে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে’ দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক-মাসুদুজ্জামান সোনারগাঁবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো-মান্নান মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবীর আসনে রাজশ্রী

বন্দর ঐহিত্যবাহী শিশুবাগ বিদ্যালয়ে কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদে মিশ্র প্রতিক্রিয়া-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ঐহিত্যবাহী শিশুবাগ বিদ্যালয়ে চলছে তুলকালাম কান্ড” শিরোনামে প্রকাশিত সংবাদে অভিভাবক ও সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ।  গত রোববার ( ২১ মে) নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত বেশ কিছু পত্র-পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশের পর সচেতন মহলে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সাবেক ম্যানেজিং সদস্য শ্যামলসহ একাধিকতার সহযোগিরা স্কুলে পরীক্ষা চলাকালিন সময় শিক্ষক-শিক্ষিকাদের সাথে অশালিন আচরন, স্কুলের সিসি ক্যামেরা ভাংচুর ও সিসি ক্যামেরার বক্স লুট এহেন মন্তব্যকে উদ্দেশ্য প্রনোদিত ও মিথ্যা বলে আখ্যা দিয়েছেন উল্লেখিত বিদ্যালয়ের অভিভাবকসহ সচেতন মহল । 
অভিভাবক মহল ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, আদালতের নির্দেশের পর পদ একটি মহল মিথ্যা প্রপাগান্ডা মাধ্যমে সাংবাদিকদের বিভ্রান্তকর তথ্য দিয়ে প্রতিশোধ নেয়ার সংবাদ মাধ্যম গুলোকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।  মূলত,বন্দর শিশুবাগ বিদ্যাললয়ের কমিটি গঠন নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিলো তা নিয়ে আদালত নতুন এডহক কমিটি বাতিল করে পুরনো কমিটিকে দায়িত্ব বহাল রাখার আদেশ দিয়েছেন। নারায়ণগঞ্জ যুগ্ম জেলা জজ মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ আদেশ দেন। কিছুদিন পূর্বে মামলার বাদী পক্ষ আদেশের কপি পান। মামলার বাদী পক্ষ সুলতান খাঁন গং মামলায় উল্লেখ্য করনে, মামলার বিবাদী কমিটির সভাপতি কুতুবউদ্দিন খান স্কুল পরচিালনা কমিটির গঠনতন্ত্র উপেক্ষা করে তার মনমত স্কুল পরিচালনা করতে চান। গঠনতন্ত্র মোতাবকে স্কুল পরিচালনা কমিটি গঠন হওয়ার পর কমিটির প্রথম বৈঠক থেকে ৩ বছর কমিটির মেয়াদ থাকবে। কিন্তু এ পর্যন্ত কোন বৈঠক করনেনি। এদিকে নিজের ইচ্ছামত গঠনতন্ত্র উপক্ষো করে কমিটি ভাঙ্গার পায়তারা করছে এমন অভিযোগ আনা হয়। তাই বাদী পক্ষ বিবাদী পক্ষের সকল র্কাযক্রম স্থগতি করার আবদেন করলে আদালত কাগজপত্র র্পযালোচনা করে বিবাদী পক্ষ একক সিন্ধান্ত নিয়ে অবধৈ ঘোষনা দিয়ে  বাদী পক্ষরে পক্ষে আদলতে আদশে জারি করনে। আদেশে কুতুবউদ্দনিরে খানের এডহক কমটিরি র্কাযক্রম স্থগতি করে পুরনো কমিটির র্কাযক্রম বহাল রাখনে। আর এ নিয়ে বন্দর শশিুবাগ বিদ্যালয়ে পুরনো কমিটির সদস্যদের মধ্যে দেখা দেয় উত্তজেনা। এ ব্যপারে বাদী পক্ষ জানান, স্কুলরে সভাপতি কুতুবউদ্দিন খান নিজ স্বার্থ চরির্তাথ করার জন্য এবং তার র্দুর্নীতি ঢাকার জন্য স্কুল থেকে অবৈধ ভাবে কমিটির রেজুল্যাশন খাতা নিয়ে যান। তিনি এ খাতা তার কব্জায় রেখে খাতা হারিয়ে গেছে বলে থানায় জিডি করনে। কিন্তু স্কুলরে সিসি ক্যামরোর ফুটেজে স্পষ্ট দেখা যায় সভাপতি নিজে অবৈধ ভাবে স্কুলরে ডকমন্টে নিজ কব্জায় নিয়ে স্কুল থেকে বরে হয়ে যান। যার ফুটজে বাদী পক্ষর কাছে সংরক্ষতি আছে বলে জানান। র্বতমানে আদালতরে আদশে মোতাবকে বন্দর শিশুবাগ বিদ্যালয় নতুন এডহক কমিটি অবৈধ ও  পুরনো কমিটি বহাল এবং বৈধ রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট