1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

বন্দরে সাঁজাপ্রাপ্ত নারী আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেফতার ৬-যুগের নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি : বন্দরে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত নারী আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১০ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা গেছে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আল ইসলামসহ সঙ্গীয় ফোর্স বন্দর উপজেলার মদনপুরস্থ কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে অর্থঋৃন মামলার ১ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী হোসনে আরা বেগম (৪০)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ছাড়াও বন্দর থানা পুলিশ থানার সোনাকান্দা নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার মৃত মোহাম্মদ আলী মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আলমগীর ওরফে টেপা (৪৩) মনারবাড়ী এলাকার হোসেন টাইগারের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আলী নূর (৩৬) বন্দর রুপালী জন্ডিস গলি এলাকার রশিদ মাষ্টারের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হারুন অর রশিদ (৪২) দড়ি-সোনাকান্দা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে ঢাকা বিমান বন্দর থানা ও বন্দর থানার পৃথক দুইটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাকিল (২৬) ও বন্দর স্বল্পের চক এলাকার জহিরুল ইসলামের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী তানভির আহাম্মেদ শাকিব (২৪)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট