
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ডাকাতি, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রাতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ অভিযানে আটকরা হলেন রাসেল ফকির (৩০), বাদল ফকির (২৭) ও মনজুরুল (২৯)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, আটক তিনজনের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।