1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক রূপগঞ্জে বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশু উদ্ধার নারায়ণগঞ্জ-৪: শামীম ওসমান বিহীন কাসেমীকে লড়তে হবে নিজ দলের প্রার্থীদের সাথে! বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দত্তপাড়া ও পৌর ভবনাথপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জোবিঅ-মেঘনাঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুনিম সোহানার নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট তিনটি স্পটে অভিযান চালানো হয়। অভিযানে দত্তপাড়া এলাকায় একটি অবৈধ চুনা কারখানার দুইটি ভাট্টি (এর মধ্যে একটি চালু) উচ্ছেদ করা হয়।

এছাড়া পৌর ভবনাথপুর এলাকায় আরও একটি অবৈধ চুনা কারখানার দুইটি ভাট্টি (একটি চালু) এবং কলাপাতা এলাকায় একটি অবৈধ মিষ্টি কারখানার চারটি বার্নার বিচ্ছিন্ন করা হয়।
এসময় ১ দশমিক ৫ ইঞ্চি ব্যাসের প্রায় ৫০ ফুট পাইপ, চারটি এয়ার মিক্স বার্নার জব্দ করা হয়। পাশাপাশি প্রায় ২৫০ ফুট প্লাস্টিকের পাইপ কেটে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। মোবাইল কোর্টে বাণিজ্যিক শ্রেণির মোট চারটি চুনা ভাট্টি ও একটি মিষ্টি কারখানার চারটি বার্নারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এতে সর্বমোট ৮ হাজার ১৮০ ঘনফুট প্রতি ঘণ্টা গ্যাস লোড বিচ্ছিন্ন সম্ভব হয়েছে। ফলে দৈনিক প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানকালে কলাপাতা এলাকার একটি মিষ্টি কারখানায় অবৈধ গ্যাস সংযোগের দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কারখানার মালিকদের ঘটনাস্থলে না পাওয়ায় কাউকে কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে কারখানাগুলোর স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। পরবর্তীতে লিগ্যাল বিভাগের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা বা এজাহার দায়ের করা হবে। অভিযানে জোবিঅ-মেঘনাঘাটের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট