1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করার গুঞ্জন থাকলেও বাংলাদেশ রিপাবলিকান পার্টির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরবর্তীতে এ আসনে বিএনপি জোটের অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে মনোনয়ন দেয়।

তবে, মনোনয়নবঞ্চিত মোহাম্মদ আলী তারপরও মনোনয়নপত্র সংগ্রহ করেন। তখন তিনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বলে অনেকে ধারণা করলেও শেষ দিনে তিনি বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

জানতে চাইলে মোহাম্মদ আলী মুঠোফোনে বলেন, তিনি এ বিষয়ে মঙ্গলবার দুপুর বারোটার দিকে সংবাদ সম্মেলনে পরিষ্কার করবেন। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের তৃতীয় তলার একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই’র সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী বিএনপির কোনো পদে না থাকলেও ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও বিএনপি নেতৃত্বের ওই সরকারের মেয়াদ একমাসও টেকেনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট