1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক রূপগঞ্জে বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশু উদ্ধার নারায়ণগঞ্জ-৪: শামীম ওসমান বিহীন কাসেমীকে লড়তে হবে নিজ দলের প্রার্থীদের সাথে! বন্দরে বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গ্রেপ্তারকৃতরা মুচলেকায় মুক্ত মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে গিয়াসউদ্দিনের আবেদন ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিষ্ফোরন, আটক-৮

সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
খুলনার ডুমুরিয়ার সাংবাদিক ও শলুয়া প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি। একের পর এক সাংবাদিক হত্যার মতো জঘন্য ঘটনা ঘটলেও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব এড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থান কোনো অন্যায় বা সহিংসতার প্রশ্রয় দেওয়ার জন্য হয়নি। একটি সুন্দর, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় মানুষ রাস্তায় নেমেছিল- যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এবং নিরাপদে কাজ করতে পারবে।’ অবিলম্বে সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন যুগান্তরের সাংবাদিক আল-আমিন, মানবজমিনের আবুবকর সিদ্দিক, নয়াদিগন্তের হাসান মাহমুদ রিপন, কালের কণ্ঠের মনিরুজ্জামান মনির, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলাম, দেশ রূপান্তরের রবিউল ইসলাম, আমাদের সময়ের মিজানুর রহমান, কালবেলার রুবেল মিয়া, খবরের কাগজের ইমরান, মশিউর রহমান, হুমায়ুন কবির, কবির হোসেন, কামরুজ্জামান রানা, নজরুল ইসলাম শুভ, নাসির উদ্দিন, ডালিম হোসাইন, সজীব হোসেন, তৌরভ হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট