
যুগের নারায়ণগঞ্জ:
ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় হিন্দু মহাজোট।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরীর উকিলপাড়া এলাকায় জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোটের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতির অজুহাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ওপর সহিংসতা চালানো মানবতা, সভ্যতা ও আইনের সম্পূর্ণ পরিপন্থী। দিপু চন্দ্র দাস হত্যাকা- একটি জঘন্য ও নৃশংস অপরাধ। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা রোধে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানান তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব শ্রী সম্ভুনাথ দে।
তিনি বলেন, “দিপু চন্দ্র দাস হত্যার ন্যায়বিচার নিশ্চিত না হলে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা চরমভাবে প্রশ্নবিদ্ধ হবে। দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা যুব মহাজোটের সভাপতি রবিন দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সুজন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রণকৃষ্ণ ভৌমিক, সহ-সভাপতি পার্থ সারথী রায়, প্রচার সম্পাদক সজীব চক্রবর্তী, সহ-প্রচার সম্পাদক খোকনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে দিপু চন্দ্র দাস হত্যার বিচার ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।