1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ বলছে পলতাক: আড়াইহাজারে অস্ত্র মামলার আসামি ও সাবেক ছাত্রদল নেতার শোডাউন আমরা ঐক্যবদ্ধ থাকলে এমন কোন শক্তি নেই পরাজিত করবে-এড.সাখাওয়াত খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে-কাসেমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হবে-ডিসি রূপগঞ্জে দুই সাংবাদিকদের উপর হমলা, গ্রেপ্তার-১ আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন ত্রয়োদশ নির্বাচন নারায়ণগঞ্জ: দুটি আসনে নির্ভার বিএনপি তিনটিতে বিদ্রোহ নারায়ণগঞ্জ-৩: নির্বাচনী উত্তাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ফতুল্লায় মব সৃষ্টির চেষ্টা: প্রতিবাদ করায় বোমা নিক্ষেপ আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক

বন্দরে গার্মেন্টসে ডাকাতির ঘটনায় আসলাম গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে একটি গার্মেন্টসে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. আসলাম (৪০) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে বন্দর থানাধীন মনার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার মো. আসলাম বন্দর থানার মনার বাড়ি (লক্ষণখোলা) এলাকার আলী হোসেনের ছেলে।

র‍্যাব জানায় গত ১৮ ডিসেম্বর ভোররাত আনুমানিক ৪টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর–মদনগঞ্জ সড়কের তালতলা এলাকায় অবস্থিত এসএফ ডেনিম অ্যাপারেলস গার্মেন্টসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গার্মেন্টসটির সিকিউরিটি অফিসার মো. আব্দুল ওয়াহেদ বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা দায়ের করেন।

এজাহার ও প্রাথমিক তদন্তে জানা যায়, ডাকাত দল কারখানার পূর্ব পাশের খোলা জায়গা দিয়ে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে সিকিউরিটি সুপারভাইজার ও চারজন নৈশপ্রহরীর হাত-পা বেঁধে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে নম্বরবিহীন একটি পিকআপ ভ্যানে করে প্রায় ৪ টন রড, ৪৫ কয়েল বৈদ্যুতিক ক্যাবল, ৬০টি হ্যালোজেন লাইট, ২০টি এলইডি লাইট এবং একটি পানির পাম্পসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতদের মারধরে সিকিউরিটি সুপারভাইজার জাহাঙ্গীর ও নৈশপ্রহরী ওমর ফারুক আহত হন। এ ঘটনায় গার্মেন্টসটির আনুমানিক ১৪ লাখ ৬৯ হাজার ২৩০ টাকার ক্ষতি হয় বলে জানানো হয়েছে।

মামলা দায়েরের পর জড়িতদের গ্রেপ্তারে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে বন্দর থানাধীন মনার বাড়ি এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. আসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট